1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ঈদের কেনাকাটায় রাজশাহীর বিত্তবানরা ভিড় জমাচ্ছেন নামী-দামি ব্র্যান্ডের শোরুমে - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন

ঈদের কেনাকাটায় রাজশাহীর বিত্তবানরা ভিড় জমাচ্ছেন নামী-দামি ব্র্যান্ডের শোরুমে

  • প্রকাশের সময় : সোমবার, ১১ জুন, ২০১৮

ওমর ফারুক :
পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষে রাজশাহী মহানগরীর উচ্চ বিত্তবান মানুষজন প্রয়োজনীয় কেনাকাটা করতে ভিড় জমাচ্ছেন নামী-দামি মার্কেট ব্র্যান্ডের দোকানগুলোতে। ঈদের দিনে সব মানুষই চাই সাধ ও সাধ্যের মধ্যে নতুন পোশাক পরিধান করে ঈদ উৎসব পালন করতে। ঈদ উপলক্ষে সব মানুষ সাধ্য অনুযায়ী কেনাকাটা করলেও একটু আলাদাভাবে কেনাকাটা করে থাকেন সমাজের উচ্চ বিত্তবান মানুষজন। তারা ভিড় জমান নামী-দামি ব্রান্ডের শোরুমে।
সমাজের উচ্চ বিত্তবান মানুষদের প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য রাজশাহী মহানগরীতে বেশ কয়েকটি ব্রান্ডের শোরুম রয়েছে। এসব শোরুমগুলোতে নগরীর উচ্চ বিত্তবান মানুষজন প্রয়োজনীয় কেনাকাটা করে থাকেন। প্রত্যেক বছরেই বিশেষ বিশেষ দিনগুলোতে এসব নামী-দামি শোরুমগুলোতে পছন্দের কেনাকাটা করার জন্য ভিড় জমান ক্রেতারা। বিশেষ করে বছরের ঈদুল ফিতর ও ঈদুল আযহার সময় ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। তাই ওই সময়গুলোতে চাহিদা অনুযায়ী বিক্রি হওয়ায় খুশি থাকেন বিক্রেতারা।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী মহানগরীর উচ্চ বিত্তবানদের জন্য বেশ কয়েকটি মার্কেট রয়েছে। মার্কেটগুলো হলো, রাজশাহী মহানগরীর প্রাণ কেন্দ্র সাহেব বাজারে অবস্থিত আরডি মার্কেট, রাজশাহী নিউ মার্কেট, থিম ওমর প্লাজা, আলপট্টি মোড়ের পাশে অবস্থিত স্পার্ক গিয়ার, সাহেব বাজারে অবস্থিত ঘাসফড়িং, ড্যাশ কালেকশান, লোটো, বিগব্যাস এবং দর্জিবাড়ি, আমানা বিগ বাজার, মেন্স ওয়াল্ড ও ক্যাশি। এছাড়া পছন্দের স্যান্ডেল জুতো কেনার জন্য রয়েছে জিরো পয়েন্ট ও রাণী বাজারে অবস্থিত বাটার শোরুম, এ্যাপেক্স, জিএম কালেকশানসহ আরো অনেক শোরুম।

উল্লেখিত মার্কেটগুলোতে ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী সকল ধরনের জিনিস পত্র পেয়ে থাকেন। এদের মধ্যে একটি মার্কেট হলো নগরীর আলুপট্টি মোড়ে অবস্থিত স্পার্ক গিয়ার। স্পার্ক গিয়ারে মানুষের ক্রেতাদের জন্য প্রয়োজনীয় সকল ধরনের কালেকশানের সমারোহ থাকে। এখানে ক্রেতারা চাহিদা অনুযায়ী জিনিসপত্র পেয়ে থাকেন। তবে জিনিসপত্রের মান অনুযায়ী দামটাও অনেক বেশি। গতকাল দুপুরে সরজমিনে নগরীর একটি অভিজাত মার্কেটে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, এবার তারা ঈদের জন্য পাঞ্জাবি বিক্রি করছেন সর্বনিম্ন ১২৯৫টাকা থেকে ৪৪৯৫টাকায়। টি-শার্ট বিক্রি হচ্ছে ১০০০ টাকা থেকে ৩৫০০ টাকায়। কর্তৃপক্ষ জানান, গত বছরের তুলনায় এবার ঈদে কেনাবেচা তুলনামুলক অনেক কম। বিক্রি নেই বললেই চলে। কারণ হিসেবে জানতে চাইলে তারা বলেন, এবার মানুষের হাতে টাকা-পয়সা কম থাকার কারণেই কম বিক্রি হচ্ছে।
নগরীর নিউমার্কেট এলাকায় অবস্থিত আমানা বিগ বাজারে হার্ফ শার্ট বিক্রি হচ্ছে ৫৫০ টাকা ২ হাজার ৫’শত টাকায়. ফুল শার্ট বিক্রি হচ্ছে ৫৫০ টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকায়,

জিন্স প্যান্ট ৬৫০ টাকা থেকে ৩ হাজার ৪’শত টাকায়, গ্যাভাডিং ৫০০ টাকা থেকে শুরু ২ হাজার ৮’শত টাকায়, শাড়ি ১ হাজার থেকে ২ হাজার ১’শত টাকায়, থ্রি-পিচ ১ হাজার টাকা থেকে ৯ হাজার টাকায়, লেহেঙ্গা ৪ হাজার ৫’শত টাকা থেকে ২৪ হাজার টাকায় গাউন সর্বোচ্চ বিক্রি হচ্ছে ১৬ হাজার টাকায়, পাঞ্জাবি ৮’শত টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত।
আমানা বিগ বাজারে এক্সিকিউটিভ জেসমিন বলেন, গতবারের তুলনায় এবার কম বিক্রি হচ্ছে। তবে আগামীতে ভাল বিক্রি হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মেন্স ওয়াল্ডের এখনো তেমন বেচাকেনা শুরু হয়নি। ক্রেতারা আসছেন কিনতে। তবে এখনও তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। এই মার্কেটে শার্ট বিক্রি হচ্ছে ১ হাজার ৪’শত টাকা থেকে ২ হাজার ৫’শত টাকায়, পাঞ্জাবি বিক্রি হচ্ছে ১ হাজার ৪’শত টাকা থেকে ৩ হাজার ২’শত টাকায় এবং জিন্স প্যান্ট বিক্রি হচ্ছে ১ হাজার ৬’শত টাকা থেকে ৩ হাজার ১’শত টাকা পর্যন্ত।
এই মার্কেটের সহকারী ম্যানেজার রেজাউল বলেন, ঈদ আসন্ন হলেও তেমন বিক্রি শুরু হয়নি। তাপরও ভাল বিক্রি হচ্ছে।

এদিকে, নগরবাসীর প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য অন্যতম আরেকটি মার্কেট হলো আরডি মার্কেট। যেখানে শুধু উচ্চ বিত্তবানরাই কেনাকাটা করতে পারেন। এবারের ঈদে এই মার্কেটে ক্রেতাদের প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে উচ্চ বিত্তবানদের মেয়েদের জন্য ভারতীয় সিরিয়ালের কিরণমালা পোশাকটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু এই পোশাক সকল শ্রেণীর মেয়েদের পছন্দ দাম সাধ্যের বাইরে হওয়ার কারণে তা সম্ভব হচ্ছেনা। কেবল এটি উচ্চ বিত্তবান মানুষের ছেলে মেয়েরাই কিনতে পারছে। খোঁজ নিয়ে জানা গেছে, এই পোশাকের মূল্য চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
এছাড়াও এখানে বিক্রি হচ্ছে টি-শার্ট, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, শাড়ি, লুঙ্গীসহ আরো অনেক কিছু। আরডি মার্কেট ছাড়াও সমাজের উচ্চ বিত্তবান মানুষরা পছন্দের কেনাকাটা করার জন্য ভিড় জমান রাজশাহী নিউ মার্কেটে। যেই মার্কেটে জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম হওয়ার কারণে বিত্তবান মানুষ ছাড়া কেউ কেনাকাটা করতে পারেননা। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এ মার্কেটেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST