খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে ‘মাইল্ড স্ট্রোক’ করেছেন বলে তার দলের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য রোববারই (১০ জুন) খালেদাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হবে।
রোববার (১০ জুন) সচিবালয়ে বিচারকদের মধ্যে প্রাইভেটকার ও মাইক্রোবাস হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শনিবার (৯ জুন) বিকেলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে খালেদাকে দেখে বের হয়ে তার চার ব্যক্তিগত চিকিৎসক দাবি করেন, ‘গত ৫ জুন দুপুরে হঠাৎ করে দাঁড়ানো অবস্থা থেকে অজ্ঞান হয়ে পড়ে যান এবং ৫-৭ মিনিট অচেতন ছিলেন খালেদা জিয়া। …একটা মাইল্ড ফর্মে স্ট্রোকের মতো হয়েছে।’
আইনমন্ত্রী বলেন, ‘ব্যক্তিগত চিকিৎসকরা ‘মাইল্ড স্ট্রোক’র যে কথা বলছেন তা খালেদার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখা হবে। আজই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে।’
এদিকে নিজের কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘খালেদা জিয়া অজ্ঞান হয়েছেন বলে যে কথা বলা হচ্ছে, সেটা ঠিক না। তিনি ঠিক দাঁড়ানো থেকে ঘুরে গিয়েছেন। তখন তাকে চকলেট খাইয়ে ঠিক করা হয়েছে।’
মাহবুবে আলম আরও বলেন, ‘আমি আইজি প্রিজনের (কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন) সঙ্গে আলাপ করেছি। তিনি যে তথ্য দিয়েছেন সেটা হলো, গত ৫ তারিখ ইফতারের ঠিক আগে খালেদার সুগার লেভেল কমে গিয়েছিলো।’
বিএনপি প্রধানের ওই চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে কারাগারের বাইরে বিশেষায়িত একটি হাসপাতালে ভর্তি করতেও কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছেন তারা।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি রয়েছেন বিএনপি প্রধান। কারাগারে খালেদাকে রাখার পর থেকেই বিএনপি অভিযোগ করে আসছে, তিনি আরও অসুস্থ হয়ে পড়ছেন। এরমধ্যে একবার বিএসএমএমইউতে নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষাও করায় কারা কর্তৃপক্ষ।
খবর২৪ঘণ্টা.কম/নজ