নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষের মাঝে পড়ে শামসুল আলম (৪৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুল আলম উপজেলার ভীমপুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল মালেক জানান, সকালে উপজেলা সদরের বুলবুল সিনেমা হলের কাছের সড়কে মহাদেবপুর থেকে নওগাঁগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ধান বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী শামসুল আলম ওই স্থান অতিক্রম করতে গেলে ধানের বস্তার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ট্রাক দু’টি জব্দ করে থানা হেফাজতে নেয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ