বাগাতিপাড়া প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দেশের জনপ্রিয় যায়যায়দিন পত্রিকার ১৩তম বছরে পদার্পন উপলক্ষে আলোচনাসভা ও কেক কাটা হয়েছে। যায়যায়দিন পত্রিকার বাগাতিপাড়া উপজেলা সংবাদদাতা মিজানুর রহমানের সভাপতিত্বে বুধবার (৬জুন) সন্ধায় বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত ইফতার পরববর্তী আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, উপজেলা শ্রমীকলীগের সহ-সভাপতি বেলাল উদ্দিন পরিবার,পরিকল্পনা কর্মকর্তা খাদেমুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আজকালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহাতাব উদ্দিন, সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মঞ্জুরুল আলম মাসুম,সাপ্তাহিক বড়াল বার্তা পত্রিকার সম্পাদক সাদ ইবনে হাবিব রনো, দৈনিক জনতা প্রতিনিধি আবুল কালাম, বিডি টুডেস এর প্রতিনিধি শহিদুল ইসলাম শহিদ, সোনারদেশ পত্রিকার প্রতিনিধি মসগুল হোসেন ইতি প্রমূখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।