খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মাদকের সঙ্গে সরকারের সবাই জড়িত মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বাংলাদেশে গত নয় বছরে মাদকের বিস্তার লাভ করেছে।এই সরকারই মাদকের সুযোগ করে দিয়েছে। মাদকের সঙ্গে সরকারের সবাই জড়িত।
আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে-একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে-) আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
‘এবার বিএনপির মাদক সম্রাটদের খোঁজা হচ্ছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মওদুদ আহমদ বলেন, তাহলে এতদিন যাদের মারলেন তারা কি আওয়ামী লীগের লোক? আসলে আমরা যে আশঙ্কা করেছিলাম এই অভিযানে সরকারের দুরভিসন্ধি রয়েছে। এখন সেটাই সত্যি হল।
মওদুদ আহমদ আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি করেছে। উচ্চ আদালত জামিন দিলেও নিম্ন আদালত জামিন দিচ্ছে না। তারা সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে। বিচার বিভাগের পৃথকীকরণ সত্যিকার অর্থে আর নেই।
খবর২৪ঘণ্টা.কম/নজ