নিজস্ব প্রতিবেদক :
গত মে মাসে বিএসটিআই’র অভিযানে ১ লাখ ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় রাজশাহী ও রংপুর বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনা, জয়পুরহাট, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলায় ২২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন অধ্যাদেশ,১৯৮৫” এর আওতায় বিএসটিআই’র মান সনদ না থাকার জন্য ও অবৈধভাবে মান চিহ্ন ব্যবহার করার দায়ে এবং “দি স্ট্যান্ডার্ডস অব ওয়েটস এন্ড মেজার্স অর্ডিন্যান্স,১৯৮২” এর আওতায় ওজন ও পরিমাপে কারচুপির দায়ে উক্ত অভিযান পরিচালনার মাধ্যমে ২৮টি মামলায় মোট ১ লাখ ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কর্মকর্তাদের সমন্বয়ে রাজশাহী ও রংপুর বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া জেলার বিভিন্ন এলাকায় বিএসটিআই’র মান সনদ গ্রহণে উদ্বুদ্ধকরণ, পণ্য সামগ্রীর গুণগত মান যাচাই, অবৈধভাবে মান চিহ্ন ব্যবহার, ওজন ও পরিমাপে কারচুপি রোধকল্পে এবং মাছ ও ফলমূলে ফরমালিনের উপস্থিতি পরীক্ষার জন্য ৪১টি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে