পাবনা প্রতিনিধি: নানা আয়োজনে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় দিবস পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দিবসটি পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে দিবসটির সূচনা করা করেন অতিথিবৃন্দরা।
পরে স্বাধীনতা চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিন শেষে বিশ্ববিদ্যালয়ের ওয়াজ উদ্দিন ভবনের মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.রোস্তাম আলী’র সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক যুক্তরাজ্য হাই কমিশনার প্রফেসর ড. এম সাইদুর রহমান খান।
অন্যদের মধ্যে পাবনা বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য প্রফেসর ড.আনোয়ারুল হক, কোষাধাক্ষ্য প্রফেসর ড. আনোয়ার খসরু পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ