খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: আফগান সিরিজে টিকে থাকার লড়াইয়ে রাতে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৪৫ রানে হারার পর দ্বিতীয় ম্যাচটি হয়ে গেছে বাঁচা-মরার লড়াই। দেরাদুনে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
প্রথম ম্যাচে তিন বিভাগেই ভুগেছে বাংলাদেশ শিবির। তাই আজকের ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের চেনা চেহারায় ফিরতে হবে টাইগারদের। ব্যাটিংয়ে ব্যর্থতা কাটাতে হবে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানের মতো সিনিয়রদের।
প্রথম ম্যাচের পর আজকের ম্যাচে বাংলাদেশ দলে নিশ্চিত করে দুই-একটা পরিবর্তন আসতেই পারে। পেসার আবু জায়েদের পরিবর্তে একাদশে আসতে পারেন আবু হায়দার রনি। অন্যদিকে নাজমুল ইসলাম অপুর পরিবর্তে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে সুযোগ পেতে পারে।
খবর২৪ঘণ্টা.কম/নজ