বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল ও ২০ লিটার চোলাইমদসহ তিন জনকে আটক করেছে পুলিশ।সোমবার(১১-১২-১৭) রাতে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত হলো-উপজেলার দাদপুর গড়গড়ি এলাকার ছাত্তার মোল্লার ছেলে রিয়াজুল হক (৩০), ছইম উদ্দিনের ছেলে ফারুখ হোসেন (২৮), হাবাসপুর গ্রামের আব্দুল্লাহ প্রামানিকের ছেলে মঙ্গল প্রামানিক (৩২)।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ