সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের ২০১৮-১৯ সালের উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দের সভাপতিত্বে বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার ওলিউজ্জামান ২০১৮-১৯ অর্থ বছর ৩ কোটি ৯০ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা উপস্থাপন করেন।
উক্ত উন্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আফসানা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল, কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন,১ নং বেলকুচি ইউনিয়নের চেয়ারম্যান মীর্জা সোলায়মান হোসেন, ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার গাজী ফজলুল হক ভাষানী,বেলকুচি প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল সহ
উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ, সাংবাদিকসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ