খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: সালাহতে মুগ্ধ ফুটবল বিশ্ব। চলতি মৌসুমে দুর্দান্ত কাটিয়ে লিভারপুলকে তুলেছেন ফাইনালে। তার জাদুকরী ফুটবলে মুগ্ধ হাজার হাজার অমুসলিম সমর্থক। তাদেরই বড় একটা অংশ সালাহ’র জন্য মুসলিম হতে রাজি।
সালাহকে সবাই ধর্মপ্রাণ খেলোয়াড় হিসেবেই চিনে। খেলার পাশাপাশি ইবাদত-বন্দেগীতে মশগুল থাকেন তিনি। তাই সবাই সালাহ’র মত হতে চায়। এমনকি সালাহতে মুগ্ধ হয়ে অমুসলিমরাও মুসলিম হতেচায়।
এমনকি প্রতিপক্ষের সঙ্গে লিভারপুলের ম্যাচে এ ইচ্ছা তারা প্রকাশ করেছেন গানে গানে- ‘যদি সে তোমার জন্য ভালো হয়, তবে আমার জন্যও ভালো।/যদি সে আমাদের জন্য আরও কিছু গোল করে, তবে আমরা মুসলিম হতেও রাজি।/যদি সে তোমার জন্য ভালো হয়, তবে সে আমার জন্যও ভালো।/যদি সে মসজিদে যায়, তবে আমিও সেখানে যেতে রাজি।’
সালাহকে নিয়ে ভক্তদের ‘আমিও মুসলিম হব’ শিরোনামের গানটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। মিসরীয় রাজা মাঠে ঢুকতেই গ্যালারি থেকে ভেসে আসে এ সুর। তাকে নিয়ে বাধা এ গানের সুবাদে অনেকেই এখন ইংলিশ ক্লাবটির ভক্ত হচ্ছেন।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সার্জিও রামোসের বাজে ট্যাকলে আঘাত পান সালাহ। ফলে তার বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ