ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে সন্ধ্যা ৬টায় মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কমিটির সভাপতি আলঃ হাসান আলী। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লোকমান আলী, সহকারী কমিশনার ভ’মি পিএম ইমরুল কায়েশ, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা আলীগ সহসভাপতি আব্দুল খালেক এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব আব্দুল কাদের ও আলঃ নৈমুুদ্দিনসহ অন্যরা।
খবর২৪ঘণ্টা.কম/নজ