1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পাবনায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসুদাপায় অবলম্বনের দায়ে অধ্যক্ষসহ আটক ১৭ - খবর ২৪ ঘণ্টা
বধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন

পাবনায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসুদাপায় অবলম্বনের দায়ে অধ্যক্ষসহ আটক ১৭

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মে, ২০১৮

পাবনা প্রতিনিধিঃ সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসুদাপায় অবলম্বন করা ও সহায়তার দায়ে কলেজ অধ্যক্ষ সহ ১৭ শিক্ষক-পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল দশটা থেকে পরীক্ষা চলাকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার অনুজা মন্ডল তাদের আটক করেন।

এদের মধ্যে সরকারি শহীদ বুলবুল কলেজ কেন্দ্র থেকে অধ্যক্ষ ও শিক্ষক সহ ৮ জন, পাবনা জেলা স্কুল কেন্দ্র থেকে ২ জন, শহীদ ফজলুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ২ জন, পাবনা ইসলামিয়া কলেজ কেন্দ্র থেকে ৩ জন, ও পলিটেকনিক ইন্সটিটিউট কেন্দ্র থেকে ২ জনকে আটক করা হয়।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল হক জানান, শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা পাবনার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে নকল করতে সহায়তা করার অভিযোগে পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ কেন্দ্র থেকে কলেজ অধ্যক্ষ রেজাউল ইসলাম, কক্ষ প্রধান একই কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আব্দুল হক, সুজানগরের দুলাই ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শামীম হোসেন, আতাইকুলা আমেনা খাতুন ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ইকবাল হোসেনকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া নকল করার দায়ে একই কলেজ কেন্দ্র থেকে আটক করা হয় চার পরীক্ষার্থীকে। তারা হলো-পাবনা সদর উপজেলার কোলাদী গ্রামের নাজির উদ্দিনের ছেলে নাজমুন সাকিনমুন, পাবনা পৌর সদরের গোবিন্দা এলাকার মৃত ফজলুল করিমের ছেলে মজদুল করিম, চাটমোহর উপজেলার হরিপুর গ্রামের খলিল উদ্দিনের মেয়ে আল্পনা খাতুন, আমিনপুর থানার আনোয়ার হোসেনের ছেলে রঞ্জু মিয়া।

অপরদিকে মোবাইল ডিভাইস সহ বিভিন্ন মাধ্যমে নকল করার দায়ে শহরের ৪টি কেন্দ্র থেকে ৯ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এর মধ্যে জেলা স্কুল থেকে আটক ২ জন হলো-সদর উপজেলার পার গোবিন্দপুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী মুন্নী খাতুন, আতাইকুল থানার বিলকুলা গ্রামের ফিরোজ উদ্দিনের স্ত্রী শাহনাজ পারভীন। শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আটক ২ জন হলো-ফরিদপুর উপজেলার বালুঘাটা গ্রামের সেকেন্দার আলীর ছেলে মোস্তাফিজুর রহমান, সুজানগর উপজেলার নোয়াপাড়া গ্রামের শামসুল আলমের মেয়ে ফারজানা আক্তার। ইসলামিয়া কলেজ কেন্দ্র থেকে আটক ৩ জন হলো-বেড়া উপজেলার পাচুরিয়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে সায়মা আক্তার, আতাইকুলা থানার দুবলিয়া পুরাতনপাড়া গ্রামের আব্দুল হামিদের মেয়ে সামিয়া আক্তার, সুজানগরের মাসুদ আলী মিয়ার মেয়ে মৌসুমী আক্তার। পলিটেকনিক্যাল ইন্সটিটিউট কেন্দ্র থেকে আটক ২ জন হলো-সুজানগর উপজেলার বনকোলা গ্রামের বাহের উদ্দিনের স্ত্রী বিউটি খাতুন ও পাবনা পৌর সদরের কৃষ্ণপুর মহল্লার সাইদুর রহমানের স্ত্রী আফরোজা বুলবুল। পরে আটককৃতদের বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST