জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার তেঘর বিশা গ্রামের একটি মাঠে মাসুম (২৫) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। নিহত যুবক জয়পুরহাট পৌর শহরের দেবীপুর মহল্লার মৃত. জালাল উদ্দীনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও ইউপি চেয়ারম্যানের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মাসুমকে হত্যা করেছে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, শুক্রবার (২৫ মে) রাতে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মাসুমকে। শনিবার সকালে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।
খবর২৪ঘণ্টা.কম/নজ