1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিশ্বকাপ মাতানোর অপেক্ষায় ১২ স্টেডিয়াম - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:০২ অপরাহ্ন

বিশ্বকাপ মাতানোর অপেক্ষায় ১২ স্টেডিয়াম

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৪ মে, ২০১৮

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্করাশিয়া এবারের বিশ্বকাপের জন্য নয়টি নতুন স্টেডিয়াম নির্মাণ বা সংস্কার করেছে। মোট ১২টি ভেন্যুতে হবে বিশ্বকাপ। জেনে নিন ভেন্যুগুলোর বিস্তারিত।

লুঝনিকি স্টেডিয়াম, মস্কো

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে এখানেই। ১৯৫৬ সালে তৈরি এই এরিনায় অনুষ্ঠিত হয় ১৯৮০-র অলিম্পিক। পরে অবশ্য এটিকে পূনর্নিমাণ করা হয়। এর ধারণক্ষমতা ৮১,০০০।

ওটক্রিটি অ্যারেনা, মস্কো

৪৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটিও মস্কোতে। এটি এখন রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় ক্লাব স্পার্টাক মস্কোর হোম গ্রাউন্ড। এখানে গ্রুপ পর্বের চারটি ও দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্রেস্তভস্কি স্টেডিয়াম, সেন্ট পিটার্সবুর্গ

সৌন্দর্যমন্ডিত সেন্ট পিটার্সবুর্গের এই স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৬৮ হাজার। এটি এখন এফসি জেনিথের মাঠ। পুরোনো একটি স্টেডিয়াম ভেঙে সে জায়গায় এটি নির্মাণ করা হয়েছে।

সেন্ট্রাল স্টেডিয়াম, ইয়েকাটেরিনবুর্গ

এই স্টেডিয়ামটি আগে ছিল ৩৫ হাজার দর্শকের জন্য। একে বিশ্বকাপের ভেন্যু উপযোগী করে তুলতে আরো ১২ হাজার সিট যুক্ত করা হয়েছে। বিশ্বকাপের পর একে আরো সংস্কার করা হবে।

রস্তভ এরেনা, রস্তভ-অন-ডন

রস্তভ-অন-ডনে এই ভেন্যুটি তৈরিই করা হয়েছে ২০১৮ বিশ্বকাপের কথা মাথায় রেখে। এর ধারণক্ষমতা ৪৫ হাজার। এই স্টেডিয়ামটি তৈরির সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করা হয়।

কাজান এরেনা, কাজান

ভ্লাদিমির পুতিন নিজে এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৪১,৫৮৫ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়ামটি রুবিন কাজান ক্লাবের হোমগ্রাউন্ড।

ভলগোগ্রাদ এরেনা, ভলগোগ্রাদ

এই ভলগোগ্রাদেরই আগের নাম ছিল স্টালিনগ্রাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয়ের সাক্ষী এই শহরে তৈরি এই স্টেডিয়ামটি ভলগা নদীর তীরে অবস্থিত। ধারণক্ষমতা ৪৫ হাজারের কিছু বেশি।

নিঝনি নভগোরদ স্টেডিয়াম, নিঝনি নভগোরদ

এটিও এই বিশ্বকাপকে কেন্দ্র করে বানানো নতুন স্টেডিয়াম। এর ধারণক্ষমতা ৪৫ হাজার।

কলিনিনগ্রাদ স্টেডিয়াম, কলিনিনগ্রাদ

রাশিয়ার সর্বপশ্চিমের স্টেডিয়াম এটি। ৩৫ হাজারের চেয়ে কিছু বেশি এর দর্শক ধারণক্ষমতা।

মর্ডোভিয়া এরেনা, সারানস্ক

৪৪ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটি স্থানীয় তৃতীয় বিভাগের ক্লাব মর্ডোভিয়া সারানস্কের হোমগ্রাউন্ড।

কসমস এরেনা, সামারা

এই স্টেডিয়ামটি হওয়ার কথা ছিল ভলগা নদীর একটি দ্বীপে। কিন্তু সেই দ্বীপে যেতে কোনো সেতু না থাকায়, এটিকে সামারায় নিয়ে আসা হয়েছে। এর ধারণক্ষমতা ৪৪ হাজার।

অলিম্পিক স্টেডিয়াম, সোচি

শীতের অলিম্পিকের জন্য তৈরি এই ভেন্যুটির ধারণক্ষমতা ৪১,২২০। এখানে প্রথম দুই রাউন্ডের ম্যাচ ছাড়াও একটি কোয়ার্টার ফাইনালও হবার কথা রয়েছে।

 

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST