বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাক্ষ্যংছড়িতে পাহাড় ধ্বসে হতাহতের ঘটনাস্থল মনজয় পাড়া পরিদর্শন ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেন মাননীয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি। বুধবার সকালে ঘটনাস্থলে পরিদর্শন করে হতাহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসলাম হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান প্রমুখ ।এই সময় তিনি নিহত পরিবারের মাঝে ব্যক্তিগত পক্ষ থেকে ১০ হাজার টাকা মন্ত্রনালয় থেকে ২৫ হাজার টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের মাঝে ১৫ হাজার ও মৃত পরিবারের মাঝে ২৫ টাকা প্রদান করেন এবং নিহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ