ভোলাহাট প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দূর্বৃত্তের হামলায় বাবা ছেলেসহ ৩জন আহত হয়েছে। আহতরা হলেন চরধরমপুর গ্রামের মৃতঃ গোফুর আলীর ছেলে শুকুরুদ্দিন(৬০), শুকুরুদ্দিনের ছেলে সাহাবুদ্দিন(২৮) ও সাইমুদ্দিন শুভ(২২)।
আহতরা অভিযোগ করে বলেন, তাদের র্গামেন্সের দোকান থেকে মালামাল ক্রয় করে দীর্ঘদিন হলেও বকেয়ার টাকা পরিশোধ না করায়। বকেয়া টাকা চাইতে গেলে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চরধরমপুর গ্রামের মৃতঃ পেশকারের ছেলে নজরুল ইসলাম(৬০), নজরুল ইসলামের ছেলে আতিকুল ইসলাম(২৮), শরিফুল ইসলাম(২৫), মোজাম্মেলের ছেলে মুখলেশ(২৭)গং তাদের বাড়ীর ভিতর লাঠি সোটা ও ইট নিয়ে অর্তকিত হামল চালায়। হামলা চালিয়েই প্রথমে সাহাবুদ্দিনকে ইট দিয়ে মাথায় এলোপাথাড়ি আঘাত করতে থাকে দূর্বৃত্তরা। দূর্বৃত্তদের বাধা দিতে ছুটে আসেন বাবা শুকুরদ্দিন ও ছোট ভাই শুভ। এ সময় তাদেরকেও লাঠি সোটা দিয়ে পিটিয়ে আহত করে। এক সময় এলাকার লোকজন ছুটে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
এ সময় আহতদের দ্রুত ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় স্বজনেরা। ভর্তি হয়ে ২দিন চিকিৎসা প্রদান শেষে বাবা শুকুরুদ্দিন ও শুভকে চিকিৎসক ছেড়ে দেন। সাহাবুদ্দিনের মাথায় ইটের প্রচন্ড আঘাত লাগায় ১০টি সেলাই শেষে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী প্রেরণ করেছেন চিকিৎসক। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে বলে আহত শুকুরুদ্দিন জানান। এ ব্যাপারে অফিসার ইনর্চাজ ফাসির উদ্দিন জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।