সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর ইউনিয়নে বজ্রপাতে খলিলুর রহমান (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের ব্রহ্মকপালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। খলিলুর ওই গ্রামের বাসিন্দা।
বড়হর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু জানান, দুপুরে বাড়ির পাশে নিজের জমির ধান কাটছিলেন খলিলুর। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।