খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: শেষ হয়েছে আইপিএলের লিগ পর্বের খেলা। এই পর্বে প্রতিটি দল খেলেছে ১৪টি ম্যাচ করে। সেখান থেকে প্লে অফে খেলবে সেরা চার দল।
পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ১৮ পয়েন্ট নিয়ে প্লে অফে নামবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে প্লে-অফে খেলবে চেন্নাই সুপার কিংস। ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে থেকে প্লে-অফে খেলবে কলকাতা নাইট রাইডার্স। আর ১৪ পয়েন্ট নিয়ে শেষ চারে লড়াই করবে রাজস্থান রয়্যালস।
আগামীকাল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে যারা জিতবে তারা সরাসরি ফাইনালে উঠে যাবে। আর যারা হারবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এলিমিনেটর ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে।
আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচ। এই ম্যাচে মুখোমুাখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। ম্যাচটিতে যারা হারবে তারা বিদায় নিবে। আর যারা জিতবে তারা আগামী ২৫ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত দলের মুখোমুখি হবে। এই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে উঠবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ