খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: রনো ঐতিহ্যের মেনে শনিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রিন্স হ্যারি এবং মেগান। যেমনটা আশা করা হয়েছিল, এদিনের জাঁকজমক যেন তাকেও হার মানালো। ফুলের সজ্জা থেকে খাওয়ার মেনু সব কিছু ছিল চোখে পড়ার মতো। আর এসবের মাঝে নজর কেড়েছে বলি সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। হ্যাট ও ল্যাভেন্ডার রঙের ফর্মালসে রাজকীয় বিয়ের লাইমলাইট কাড়েন দেশীগার্ল।
কিন্তু এখানেই শেষ নয়! বিয়ের পর ছিল রিসেপশন পার্টি। সেখানেও আমন্ত্রিত পিগি। তবে এবার ফর্মালস নয়! ক্রিশ্চিয়ানা ডিওর ২০১৮-এর কালেকশনের একটি গাউন পরেছিলেন অভিনেত্রী। সঙ্গে লোরেন শাওয়ার্টসের গয়না এবং ডিওর পার্স। এককথায় বান্ধবীর বিয়ে জুড়ে ফোকাসে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
মেগানের খুব কাছের বন্ধু প্রিয়াঙ্কা৷ দু’জনকে একসঙ্গে বহু পার্টিতে এবং শো’য়ে দেখা গিয়েছে৷ একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, “তিন-চার বছর আগে ‘এলেস উইমেন ফর টিভি ডিনার’এ আমার আর মেগানের প্রথম আলাপ হয়৷ সেই সময় আমরা ‘কোয়ান্টিকো’র সিজন ওয়ানের শ্যুটিংও করছিলাম৷ সেই থেকেই বন্ধুত্ব হয় আমাদের৷” প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রামে হ্যারি এবং মেগানের বিয়ের ছবি পোস্ট করেছেন।
গোটা ইংল্যান্ডেই জুড়ে এখন সাজসাজ রব। শহরের বিভিন্ন রেস্তরাঁ, পাবে রাজকীয় বিয়ের কথা মাথায় রেখে তৈরি হয়েছে বিশেষ ডিশ। যাতে সাধারণ মানুষও পরোক্ষভাবে শামিল থাকতে পারেন এই বিবাহ বাসরে।
খবর২৪ঘণ্টা.কম/জন