খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়া এবং অভিষেক বচ্চনের মেয়ে হচ্ছেন জায়রা ওয়াসিম। অর্থাত, পিগি এবং জুনিয়র বচ্চনকেই বাবা-মা বলে ডাকতে হবে ‘দঙ্গল’ কন্যাকে। অবাক লাগছে শুনতে?
বি টাউনের খবর, ক্ষীণ রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে জন্মানো আইশা চৌধুরীকে নিয়ে একটি সিনেমা তৈরি করবেন পরিচালক সোনালী বোস। ওই সিনেমায় আইশার চরিত্রে অভিনয় করবেন জায়রা ওয়াসিম। আর সেখানেই জায়রার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা এবং অভিষেক।
জায়রা বলেন, সোনালী বোসের স্ক্রিপ্ট তিনি দেখেছেন। এবং স্ক্রিপ্ট দেখে পছন্দ হওয়াতেই তিনি ওই সিনেমার জন্য রাজি হয়েছেন। এখন দেখা জায়রা,প্রিয়াঙ্কা এবং অভিষেকের জুটি কতটা পছন্দ করেন দর্শকরা। প্রসঙ্গত, আর কয়েকদিনের মধ্যেই সলমন খানের বিপরীতে ‘ভরত’-এর শুটিং শুরু করবেন পিগি চপস।
খবর২৪ঘণ্টা.কম/নজ