নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এক মাদ্রাসা ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ পবা উপজেলার কিসমত কুখন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ সকাল ১০ টায় কিসমত কুখন্ডি সংলগ্ন জয়পুর এলাকায় বান্ধবীকে এগিয়ে দিতে যাচ্ছিল ওই ছাত্রী। ফেরার পথে উষা এগ্রো খামারের কাছে পৌঁছালে তাকে ধরে নিয়ে যায় একই এলাকার দুই যুবক। পরে একটি ঘরে হাতমুখ বেঁধে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত আটকে রাখে এবং দল বেঁধে ধর্ষণ করে।
দুপুুর ১টার দিকে স্থানীয় কিছু ছেলে বিষয়টি বুঝতে পেরে এক ধর্ষককে ধাওয়া করে। এসময় অন্যরাও পালিয়ে যায়। পরে ওই ছাত্রীর বাবা-মা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়। বিকেল ৫ টার দিকে ধর্ষণের শিকার ছাত্রীকে নিয়ে কাটাখালি থানায় যায় তার বাবা-মা।
কাটাখলি থানার ডিউটি অফিসার ফয়েজ জানান, এ বিষয়ে ছাত্রীর বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেফতারের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানতে চাইলে কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, বিষয়টি আমরা শুনেছি । তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ