খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক:রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) প্রশাসক মার্ক অ্যান্ডু গ্রিন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে আমেরিকান ক্লাবে রোহিঙ্গাবিষয়ক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
মার্ক অ্যান্ডু গ্রিন বলেন, সামাজিক বৈষম্য দূর করতে আমি মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এ সমস্যা নিরসনে তারা যেন দ্রুত পদক্ষেপ নেয় মিয়ানমার সরকারের কাছে আমি সেই আহ্বান জানাব।
তিনি আরো বলেন, কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় শিবিরে গিয়ে তাদের সঙ্গে কথা বলে তাদের ওপর দিয়ে বয়ে চলা ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনেছি। তাদের ঘরবাড়ি ধ্বংস করে দেয়া হয়েছে।
১৪ মে মার্ক অ্যান্ড্রু গ্রিন বাংলাদেশে আসেন। বৃহস্পতিবার তিনি মিয়ানমারের উদ্দেশে রওনা দেবেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ