বাগাতিপাড়া প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় গ্রামপুলিশদের মাঝে বাইসাইকেল ও মোবাইল ফোন বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু এসব বিতরন করেন। জানা যায়, ২০১৭-১৮ অর্থ বছরে এডিপির আওতায় উপজেলার গ্রামপুলিশদের মাঝে চারটি বাই সাইকেল এবং পাঁচটি মোবাইল ফোন বিতরন করা হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু বলেন উপজেলার মধ্যে বাল্য বিবাহ, মাদকসহ আইনশৃংখলা বিঘনিত হবে এমন কর্মকান্ডের তথ্য সংগ্রহ করতে বাইসাইকেল বিতরন করা হয়। এছাড়া আইন শৃংখলা রক্ষার্থে তাৎখনিক তথ্যচিত্রের মাধ্যমে প্রশাসনকে সংবাদ প্রেরনের জন্য গ্রামপুলিশদের এনড্রুয়েড মোবাইল ফোন বিতরন করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ