খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: দল ঘোষণার আগেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল এবারের রাশিয়া বিশ্বকাপে থাকছেন না ইংল্যান্ডের গোলরক্ষক জো হার্ট এবং মিডফিল্ডার জ্যাক উইলশেয়ার। আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ড দলেও নেই তাদের নাম। বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ডের ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট।
চমক হিসেবে দলে সুযোগ পেয়েছে ১৯ বছর বয়সী ডিফেন্ডার আলেক্সান্ডার আর্নল্ড। মূলতঃ লিভারপুলের হয়ে অসাধারণ পারফরম্যান্সের কারণেই দলে জায়গা করে নিয়েছেন তিনি। ইংলিশদের হয়ে ৭১টি ম্যাচ খেলা গোলরক্ষক জো হার্ট ক্লাবের হয়ে তেমন আশানুরূপ পারফর্ম করতে পারেননি। একই অবস্থা জ্যাক উইলশেয়ারেরও। তবে নিউক্যাসল ইউনাইটের হয়ে খেলা মিডফিল্ডার শেলভি দুর্দান্ত পারফর্ম করলেও সাউথগেটের মন জয় করতে পারেননি।
ইংল্যান্ডের ২৩ সদস্যের দল
গোলরক্ষক : জ্যাক বাটল্যান্ড, জর্ডান পিকফোর্ড, নিক পোপ
ডিফেন্ডার : কাইল ওয়াকার, জন স্টোনস, হ্যারি ম্যাগুইরে, কেইরান ট্রিপার, ড্যানি রোজ, অ্যাশলে ইয়াং, ফিল জোনস, গ্যারি কাহিল, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড
মিডফিল্ডার : এরিক ডায়ার, ডেলে আলি, হেসে লিনগার্ড, জর্দান হেন্ডারসন, রুবেন লফাস-চেক, ফাবিয়ান ডেলফ
ফরোয়ার্ড : জ্যামি ভার্ডি, মার্কস রাশফোর্ড, রাহিম স্টার্লিং, হ্যারি কেইন, ড্যানি ওয়েলবেক।
স্টান্ডবাই : টম হিটন, জেমস তারকৌস্কি, লুইস কুক, জ্যাক লিভমোর, অ্যাডাম লালানা।
খবর২৪ঘণ্টা.কম/নজ