দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গ্রাম পুলিশ। পরে ওই গ্রাম পুলিশ থানায় খবর দিয়ে ওই মাদক ব্যবসায়ীকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই মাদক ব্যবসায়ীর নাম রহমত আলী (২৫)। তিনি উপজেলার আলিপুর গ্রামের সিরাজ আলীর ছেলে।
দুর্গাপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মিজানুর রহমান জানান, গতকাল বুধবার সন্ধ্যায় গোপালপুর বাজারে মাদক ব্যবসায়ী রহমতকে ঘোরাঘুরি করতে দেখে গ্রাম পুলিশ আব্দুর রাজ্জাক। এসময় গ্রাম পুলিশ রাজ্জাক তার উপর নজর রাখে। গোপালপুর বাজারে দাঁড়ালে তাকে গ্রাম পুলিশ রাজ্জাক তাকে আটক করে। এসময় তাকে তল্লাসী করা হলে তার কাছ থেকে ৪ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে দুর্গাপুর থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
খবর২৪ঘণ্টা.কম/নজ