বড়াইগ্রাম প্রতিনিধিঃ নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে কাভার্ডভ্যান চালক মানিক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নাটোর সদর হাসপাতালে সে মারা যায়। এর আগে সকালে তাকে হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস কর্মিরা। নিহত মানিক জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাউসি মধ্যপাড়ার হাসান আলীর ছেলে।
ফায়ার সার্ভিস কর্মি হারুন অর রশিদ জানায়, মঙ্গলবার সকালে মানিক কাভার্ডভ্যান নিয়ে ঢাকা থেকে নাটোরের দিকে যাচ্ছিল। পথে বড়াইগ্রামের মহিষভাঙ্গা এলাকায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে কাভার্ডভানের মাথা দুমড়ে মুচড়ে গিয়ে মানিক ভেতরে আটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা গিয়ে কাভার্ডভ্যানের চালকের কেবিন কেটে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। এসময় মানিকের এক পা বিচ্ছিন্ন হয়ে যায় ও অপর পা থেতলে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে সে মারা যায়। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে মানিক মারা গেছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ