নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় পুলিশের বাঁধায় বিএনপির একাংশের বিক্ষোভ পন্ড। পুলিশ ও বিএনপি নেতা-কর্মীরদের মাঝে বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কির মধ্য দিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিংড়ায় সকাল ১১ টায় পৌর বিএনপির কার্যালয় থেকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল ফটিক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক তাইজুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়।
সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল আলম ও এস আই আঃ হান্নানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিক্ষোভ মিছিলে বাঁধা দিলে তাদের মধ্যে বাকবিতন্ডা ও এক পর্যায়ে ধাক্কাধাক্কির মধ্য দিয়ে শেষ হয় বিক্ষোভ।
খবর২৪ঘণ্টা.কম/নজ