নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে চার জঙ্গি সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। আটককৃতরা হলো, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা নাইমুল ইসলাম ও পিয়ারুল বেলপুকুর জামিরা এলাকার জুয়েল ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যচর এলাকার শাহাবুল ইসলাম। প্রত্যেককেই নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল জানান, রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকে ৪ জন জঙ্গি সদস্যকে আটক করা হয়েছে। প্রত্যেককে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দুপুর ১২টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে আরো বিস্তারিত জানানো হবে বলে আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।