রাজশাহী মহানগরীতে গলায় লিচুর বিচি আঁটকে মাহমুদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স দেড় বছর। রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে নগরীর বোয়ালিয়া থানাধীন সাগরপাড়া এলাকার মাসুদের ছেলে।
শিশুর মাহমুদের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার শিশু মাহমুদের মামা তাদের বাড়িতে লিচু নিয়ে যায়। এ সময় ওই শিশুর একটি লিচু খেতে গিয়ে গলায় আঁটকিয়ে ফেলে। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে রামেক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। পরে তার দাফন সম্পন্ন হয়।