1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সিরাজগঞ্জে চার নারী জেএমবি সদস্যের ৫ বছর কারাদন্ড - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে চার নারী জেএমবি সদস্যের ৫ বছর কারাদন্ড

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মে, ২০১৮

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বিস্ফোরক দ্রব্য আইনে সিরাজগঞ্জে চার নারী জেএমবি সদস্যকে ৫ বছর করে কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে সিরাজগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল (১) এর বিচারক ফাহমিদা কাদের এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী নাদিরা তাবাসসুম রানী (৩২), বগুড়া জেলার শাহজাহানপুর থানার ক্ষুদ্র ফুলকোট গ্রামের খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু (২০), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোচাগঞ্জ গ্রামের শাহারুল ইসলাম সর্দার ওরফে মামুনের স্ত্রী রুমানা বেগম (২১) ও বগুড়ার শাহজানপুর উপজেলার পরানবাড়ীয়া গ্রামের সুমন আহম্মেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার রুমা (২৩)। সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. আব্দুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, ২০১৬ সালের ২৩ জুলাই রাত ৩টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর উত্তরপাড়া মহল্লার হুকুম আলীর ভাড়া দেয়া বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ছয়টি তাজা ককটেল, গ্রেনেড তৈরির বিভিন্ন উপকরণ, ১০টি ছোট সার্কিট বোর্ড, লোহার তৈরি গ্রেনেডেরটি বডি ও ৭৮ পৃষ্ঠার নয়টি জিহাদি বইসহ ওই চার নারী জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক রওশন আলী বাদী হয়ে ওই চারজনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ওই বছরের ২০ আগষ্ট আদালতে চার্জশীট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক আবু সাঈদ। দীর্ঘ শুনানী শেষে রোববার দুপুরে ওই চার নারীকে ৫ বছরের কারাদন্ডাদেশ দেন বিচারক।

 

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST