নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫ রাজশাহীর মাদক বিরোধী অভিযানে ৬৯ জনের জেল জরিমানা করা হয়েছে। ৫১ জনের বিভিন্ন মেয়াদে কারাদ- ও ১৮ জনকে জরিমানা করা হয়।
র্যাব জানায়, গত ১২ মে র্যাব-৫ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার টুলটুলি পাড়া ও কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া ও বাঘা উপজেলার আড়ানি এবং তানোর থানার বাবুলডাঙ্গা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৮ জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে ২৪ জনের কারাদ- ও ৪ জনকে ১৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
র্যাব-৫ সিপিসি-২ চাঁপাইনবাবগঞ্জের একটি দল ১৯ জন মাদক সেবীকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতে ১০ জনকে কারাদ- ও ৯ জনের ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, নাটোর ক্যাম্পের একটি দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২ জনকে আটক করে। ১৭ জনের কারাদ- ও ৫ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জয়পুর হাট ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে।
খবর২৪ঘণ্টা/এমকে