দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে বিশ্ব “মা” দিবস উদ্যাপন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে দুর্গাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা ড. বিমল কুমার প্রামানিক-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম।
এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মিজানুর রহমান, উপজেলা আ.লীগের সাবেক সহসভাপতি সামসুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা আব্দুল কাদের,দারিদ্র বিমচন কর্মকর্তা রবিউল ইসলাম,দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হুদা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দুর্গাপুর উপজেলা জাইকা প্রতিনিধি জাকিউল বারী।
খবর২৪ঘণ্টা.কম/নজ