নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রচারণামূলক র্যালি, আলোচনা সভা ও দুইদিনব্যাপি শিশু মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল ৯টায় উপজেলা চত্বর থেকে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি মো.আবদুল কুদ্দুসের নেতৃত্বে ওই বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে প্রধান অতিথি হিসেবে তিনি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফিতা কেটে দুইদিনব্যাপি ওই শিশু মেলার উদ্বোধন করে মেলার ১৫টি স্টল পরিদর্শন করেন।
স্টলগুলোতে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হয়েছে। এছাড়াও শিশু মেলায় শিশুদের জন্য ট্রেন, নাগরদোলা ও অন্যান্য খেলার আয়োজন করা হয়। এসময় মা ও শিশুদের অংশগ্রহণে মেলাটি উৎসবে পরিণত হয়।
বেলা ১১ টায় তথ্য মন্ত্রণালয় ও ইউনিসেফের আয়োজনে এবং গুরুদাসপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. আবদুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত তথ্য সচিব মো.আবুয়াল হোসেন, বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক মো. সালাহ উদ্দিন, কেন্দ্রীয় যুবমহিলা লীগের সহসভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় মো. আলাল শেখ ও সাহিদা আকতার, জেলা তথ্য অফিসার মো.সামিউল আলম প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ