জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় খরনা রেললাইনের পাশ থেকে আবদুল আলিম (৪০) নামের এক মদ ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়। এ সময় চন্দনাইশের ধোপাছড়ির মাতা তঞ্চ্যঙ্গা নামের একজনকে গ্রেফতার করা হয়।
আবদুল আলিম দক্ষিণ খরনার ৬ নম্বর ওয়ার্ডের খলিল সওদাগর বাড়ির কবির আহমেদের ছেলে।
পটিয়া থানার এসআই বাসু দেবনাথ জানান, চট্টগ্রাম-দোহাজারি রেললাইনের পাশের একটি মেঠোপথের পাশে তার লাশ পাওয়া যায়। লাশের পাশে খড় দিয়ে চাপা দেওয়া পাঁচটি বড় কনটেইনারে দেশি মদ পাওয়া যায়। তার পিঠে তিনটি গুলি লেগেছে। ধারণা করা হচ্ছে নদীর ধারে কিংবা পাহাড়ের খাদে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে। এরপর পালিয়ে আসার পথে আবদুল আলিম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ