নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০১৮ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স ও নার্সিং কলেজের স্টুডেন্টস নার্সরা র্যালি বের করে। র্যালিটি রামেক হাসপাতাল থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, নার্সিং সুপার আলেয়ারা খাতুন, নার্সিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিনসহ অন্যান্য স্টাফ নার্সরা।
র্যালি শেষে কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্টাফ নার্স ও নার্সিং কলেজের স্টুডেন্টরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে