নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাটে বিদেশী মদসহ নাজমুল আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। গতকাল ১০ মে রাত পৌনে ১০ টার দিকে চারঘাট থানার মৌমাছি গ্রাম থেকে তাকে ৩৮ বোতল বিদেশী মদসহ আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী আরএমপির কাটাখালি থানার কাপাশিয়া পশ্চিমপাড়া বাবুর ঢালান এলাকার মৃত আকবর আলীর ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহীর চারঘাট থানার মৌগাছি এলাকায় বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাব তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে ৩৮ বোতল বিদেশী মদসহ আটক করে। তার বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে আরো জানানো হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে