খবর২৪ঘণ্টা.ডেস্ক: আবহ প্রস্তুত ছিল৷ জিতে প্লে-অফের দিকে আরও একটু এগিয়ে যেতে পারলে ইডেনের গ্যালারির আকুণ্ঠ অভিবাদন জুটত দীনেশ কার্তিকদের৷ তারকা সমাবেশের দ্যুতি হার মানাচ্ছিল লক্ষ ওয়াটের ফ্লাড লাইটকেও৷ সবই যথার্থ ছিল৷ শুধু নাইট রাইডার্সের পারফরম্যান্সে খামতি থেকে গেল৷ ফলে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের হাতে যারপরনাই লাঞ্ছিত হতে হল কেকেআরকে৷ তাও আবার মহাতারকা টিম মালিকের সামনে৷
কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের হাই প্রোফাইল ম্যাচের উত্তেজনা উপভোগ করতে ইডেনের ভিআইপি বক্সে হাজির ছিলেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা৷ শাহরুখ খান নির্দিষ্ট সময় এসে হাজির হয়েছিলেন নিজের বক্সে৷ জুহি চাওলা যথারীতি নাইটদের চিয়ার করেন গ্যালারি থেকে৷ দলকে উদ্দীপ্ত করতে মুম্বই মালকিন নীতা আম্বানিও চলে এসেছিলেন কলকাতায়৷ সব মিলিয়ে ইডেন তৈরি ছিল ব্যাট-বলের উত্তেজক লড়াই দেখতে৷ দিনের শেষে হতাশ হতে হয় কলকাতার ক্রিকেটপ্রেমীদের৷
টসে জিতে নাইট অধিনায়ক দীনেশ কার্তিক প্রথমে ব্যাট করতে ডাকেন মুম্বইকে৷ টসের পর কার্তিক বলেন, ‘ভালো পিচ৷ পরের দিকে পিচের চরিত্র বদলের সম্ভাবনা নেই৷ তাই রান তাড়া করলেও ব্যাট করতে অসুবিধা হওয়ার কথা নয়৷’ কার্তিক পিচের সম্ভাব্য চরিত্র বুঝতে ভুল করেননি৷ তবে নিজেদের ব্যাটিং লাইনআপের প্রতি যে আস্থা ছিল কার্তিকের, তা যথাযথ হয়ে দেখা দেয়নি৷
প্রথমে ব্যাট করে মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১০ রান তোলে৷ ইনিংসের গোড়াপত্তন করতে নেমে সূর্যকুমার যাদব ৩৬ রানের কার্যকরী ইনিংস খেলেন৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে রোহিত শর্মা করেন ৩৬ রান৷ তবে ম্যাচের রং বদলে দেন ইশান কিষাণ৷
ধোনির রাজ্যের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান মাত্র ২১ বলে ৬২ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন৷ হার্দিক পান্ডিয়া (১৩ বলে ১৯) ও বেন কাটিং (৯ বলে ২৪) শেষবেলায় আগ্রাসী যোগদান রাখেন৷
কলকাতার হয়ে ৪৮ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন পীযুষ চাওলা৷ একটি করে উইকেট দখল করেন প্রসিদ্ধ কৃষ্ণ, টম কারেন ও সুনীল নারিন৷
পাল্টা ব্যাট করতে নেমে কলকাতা ১৮.১ ওভারে মাত্র ১০৮ রানে অলআউট হয়ে যায়৷ দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন ওপেনার ক্রিস লিন ও নীতিশ রানা৷ এছাড়া টম কুরান করেন ১৮ রান৷ ১০২ রানের বড় ব্যবধানে হার মানতে হয় কলকাতাকে৷
মুম্বইয়ের হয়ে দু’টি করে উইকেট নেন পান্ডিয়া ভাইরা৷ ক্রুণাল ১২ রানে ২টি ও হার্দিক ১৬ রানে ২টি উইকেট তোলেন৷ একটি করে উইকেট দখল করেন ম্যাকক্লেনাঘান, বুমরাহ, মার্কান্ডে ও কাটিং৷ ম্যাচের সেরা হন ইশান কিষাণ৷
মুম্বইয়ের কাছে হারের পর ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে নেমে যায় কলকাতা৷ সমসংখ্যক ম্যাচে একই পয়েন্ট নিয়ে নেট রানরেটের বিচারে কলকাতাকে টপকে চারে উঠে আসে মুম্বই৷
খবর২৪ঘণ্টা.কম/জন