খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ভালো খেলোয়াড় হলে যে ভালো অধিনায়ক হওয়া যায় তা কিন্তু না। তার বড় উদাহরণ হিসেবে শচীন টেন্ডুলকারকে দেখানোই যায়। যার নেতৃত্বে ৭৩ ওয়ানডে ম্যাচে ২৩ জয় আর হারতে হয়েছিল ৪৩ ম্যাচে। ২৫ টেস্টের মাত্র ৪ জয় আর হার ৯টিতে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) বিরাট কোহলি হয়তো শচীনের বেশই ধরেছেন। ভারতের হয়ে সফল এই অধিনায়ক নিজেকে প্রমাণ করতে বরাবরই ব্যর্থ হচ্ছেন আইপিএলে সেটা বলা যায়।
২০১১ সাল থেকে চলতি আসর পর্যন্ত ৮টি আসরে তিনি নেতৃত্ব দিয়ে আসছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। বিরাটের নেতৃত্বে দুই আসরে ফাইনাল খেলে রানার্সআপ হয়েছিল ব্যাঙ্গালুরু। এটাই তার আইপিএলের সাফল্য।
এছাড়া তার নেতৃত্বে মোট ৯২ ম্যাচ খেলেছে ব্যাঙ্গালুরু। জিতেছে ৪২টি, হেরেছে ৪৭টিতে। চলতি আসরে সবশেষ ম্যাচে হায়দরাবাদের সাথে হেরে নিজের নাম লেখালেন আইপিএলে ব্যর্থ অধিনায়কের তালিকায় সবার উপরে।
আইপিএলে কমপক্ষে ৫০ ম্যাচে অধিনায়কত্ব করা খেলোয়াড়রা হলেন, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীর, রোহিত শর্মা, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, শচীন টেন্ডুলকার এবং বিরেন্দর শেবাগ। এই আট অধিনায়কের নামের পাশে এত হার নেই।
সর্বোচ্চ জয় পাওয়া অধিনায়কের তালিকায় শীর্ষে আছেন সাবেক ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে ১৫৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ৯২ ম্যাচে।
খবর২৪ঘণ্টা.কম/নজ