নাটোর প্রতিনিধি: নাটোরে নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়েছে। দিবসটি পালনে নাটোর সিভিল সার্জন অফিস ও বেসরকারী সংস্থা লাসটারের যৌথ আয়োজনে সকালে নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে র্যালি বের করা হয়।
র্যালি শেষে হাসপাতালের ডাঃ নূরুল হক মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, নাটোরের সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল ইসলাম, বেসরকারী সংস্থা লাসটারের নির্বাহী পরিচালক মোঃ হাসানুজ্জামান এবং সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আমিনুল ইসলাম লিপন।
এর আগে “বিয়ের আগে পরীক্ষা করলে রক্ত সন্তান থাকবে থ্যালাসেমিয়া মুক্ত” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত র্যালীতে নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান ও নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান অংশ নেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ