নিজস্ব প্রতিবেদক :
বকেয়া বেতনের দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেছে। সোমবার সকালে নগর ভবনের এ বিক্ষোভ করা হয়।
এ সময় তারা বকেয়া বেতনের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলে, বেশ কয়েক মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। তাদের নিয়মিত বেতন দেওয়া হচ্ছে না। বেতন চাইলেই পরের মাসে দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানায়। কিন্ত বেদন দেওয়া হয় না। এভাবে প্রতি মাসে তাদের আঁটকিয়ে রাখা হয়। তাই তারা দ্রুত বকেয়া বেতন দেওয়ার দাবি জানান।
খবর২৪ঘণ্টা/এমকে