নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ১০ জন শিবির কর্মীকে আটক করেছে বোয়ালিয়া
থানা পুলিশ। রোববার বেলা ১১টার দিকে নগরীর দেবিসিংড়া এলাকায় অভিযান
চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো , রবিউল (২৪), আমিন (২৪), মেহেদি হাসান (১৭), মোস্তাফিজুর,
সানোয়ার, শাব্বির, জাহিদ, মাসুম বিল্লাহ, পারভেজ ও নাজমুল হুদা।
জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর দেবিসিংপাড়া
এলাকা থেকে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আগামীকাল সোমবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হবে।
এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আমানুল্লাহ বলেন, আটককৃতদের
বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে
আদালতে প্রেরণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে