নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ভ্রামম্যাণ আদালতে ৪৮ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প নগরীর গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
র্যাব জানায়, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন গুড়িপাড়া এলাকায় মাদকসেবীরা প্রকাশ্যে মাদক সেবন করছে। বিষয়টি জানতে পেরে র্যাব রোববার দুপুর থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে র্যাব ৪৮ জন মাদকসেবীকে আটক করে। আটকের পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৪৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ্প্রদান করে।
খবর২৪ঘণ্টা/এমকে