1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নলডাঙ্গার হালতিবিলে বোরো ধান ঘরে তোলা নিয়ে মহা দুশচিন্তায় কৃষক - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০:৪৪ পূর্বাহ্ন

নলডাঙ্গার হালতিবিলে বোরো ধান ঘরে তোলা নিয়ে মহা দুশচিন্তায় কৃষক

  • প্রকাশের সময় : রবিবার, ৬ মে, ২০১৮
khobor24ghonta.com

নাটোর প্রতিনিধিঃ গত বছর বন্যায় ৯৩০ হেক্টর আমন ধান ডুবে নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের কৃষকের ১১ কোটি টাকার ক্ষতি হয়েছিল। এবছর বোরো ধান রোপনের সময় হালতি বিলে সৃষ্ট জলাবদ্ধতায় ২ হাজার বিঘা জমির ধানের চারা রোপন অনিশ্চিতা দেখা দিয়েছিল।

এনিয়ে গনমাধ্যমে সচিত্র সংবাদ প্রচার হলে উপজেলা প্রশাসন খালের বাঁধ কেটে জলাবদ্ধতার পানি নিঙ্কাশনের ব্যবস্থা করলে কৃষকরা দেড় মাস দেরিতে হলেও ধান লাগানোর সুযোগ পেয়েছিল। এবার আবার বোরো ধান কাটা মাড়াই মৌসুমে বৈশাখের ভারী বর্ষণে হালতি বিলের অধিকাংশ এলাকার নিঙ্কাশনাঞ্চল পানি জমে আবার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।হালতি বিলের কৃষকদের ধান চাষের সুবিদার্থে ৩৭ বছর আগে খনন করা একমাত্র সরকারী খাল দখল করে ভরাট করায় পানি নিঙ্কাশনের সব পথ বন্ধ থাকায় দফায় দফায় ভারী বর্ষণের পানি জমে নিঙ্কাশনাঞ্চলে জলাবদ্ধতার স্থায়ী রুপ নিচ্ছে। ফলে দফায় দফায় প্রবল বর্ষণের পানি জমে বিলের নিঙ্কাশনাঞ্চলের লুটে পড়া শত শত বিঘা বোরো ধান জমে থাকা বৃষ্টির পানিতে হাবুডুবু খাওয়াসহ কিছু কিছু এলাকার বোরো ধান ডুবে গেছে এবং এক সপ্তাহে আগে কেটে রাখা ডুবে যাওয়া ধানের শীষে জমিতেই গাছ বেরিয়ে ক্ষতির মুখে পড়েছে অনেক কৃষক। একদিন পর পর দফায় দফায় বৃষ্টির কারনে বোরো ধান কাটা মাড়াই করে ঘরে তুলা নিয়ে মহা দুশচিন্তায় দিশেহারা হয়ে পড়েছে এ এলাকার হাজার হাজার কৃষক। এ দুর্ভোগ দুর্দশার মধ্যে অতিরিক্ত মজুরী দিয়েও মিলছে না ধান কাটা শ্রমিক। এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা করেছিল স্থানীয় কৃষক ও কৃষি বিভাগ। গত সোমবার থেকে প্রায় প্রতিদিনই দফায় দফায় ভারী বর্ষণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং গত এক সপ্তাহের ব্যবধানে বারনই নদীর পানি ১৪০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। শনিবার ও রবিবার সরেজমিন হালতি বিলসহ বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

khobor24ghonta.com

সরেজমিনে গিয়ে আরোও দেখা যায়, ভারী বর্ষণে হালতি বিলসহ উপজেলার বিভিন্ন বিলের নিঙ্কাশনাঞ্চল তলিয়ে যাওয়া বোরো ধান পানির নিচ থেকে কেটে পাড়ে তুললেও বহন করতে পারছে না কৃষকরা। ফলে এসব ধান গাছ পচে জমিতে ধানের শীষে গাছ বেরিয়ে নষ্ট হচ্ছে। খাজুরা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান জানান, হালতি বিলের খাজুরা এলাকায় বৃষ্টির পানি জমে ভাটোপাড়া,মহিষডাঙ্গা,গৌড়িপুর,ধুলাউরি কয়েক শত কৃষকের প্রায় ৩০০ বিঘা জমির ধান হাবুডুবু খাচ্ছে। মাধনগর ইউপি চেয়ারম্যামন আমজাদ হোসেন জানান, মাধনগরের জোয়ানপুর,ভট্রোপাড়া হালতি বিলে কয়েকশত বিঘা ধান জমে থাকা পানিতে ভাসছে।শনিবার থেকে আমরা হালতি খোলাবাড়িয়া এলাকার খালের বাঁধ কেটে পানি নিঙ্কাশনের ব্যবস্থা করার কাজ শুরু করেছি। হালতি বিলের বাঁশিলা গ্রামের কৃষক সালাম জানান, আমার ৭ বিঘা জমির ধান বৃষ্টির জমে থাকা পানিতে ভাসছে। পাটুল গ্রামের কৃষক শাজাহান জানান, আমার দেড় বিঘা জমির ধান ক্ষেতে পানি জমে আধা পাকা ধান কাটা শুরু করেছি। হালতি বিলের আরেক কৃষক আব্দুস সালাম জানান, এক সপ্তাহে আগে ৩ বিঘা জমির ধান কেটে বহন করার সুযোগ না থাকায় বৃষ্টির পানিতে ডুবে ধানের শীষে গাছ বেরিয়ে যাচ্ছে। খাজুরার ভাটো পাড়া গ্রামের কৃষক আশরাফুল ইসলাম জানান, আমাদের এলাকার শতভাগ ধান পেকে গেছে এবং ধান গুলো ঝড়ে নুয়ে পড়া ক্ষেতে বৃষ্টির পানি জমে শীষ ভাসছে। তবে পানির মধ্যে ভেসে থাকা ধান কাটতে অতিরিক্ত মুজুরী দিয়েও শ্রমিক মিলছে না। ফলে সময়মত ধানগুলো কাটতে না পারলে ক্ষেতেই নষ্ট হচ্ছে বলে তিনি দাবী করেন। তেঘরিয়া গ্রামের কৃষক আতিকুল ইসলাম বলেন, হালতি বিলের ২০ কিলোমিটার এলাকা জুরে একটি সরকারী খাল আছে সেই খাল দীর্ঘদিন থেকে সংস্কার না করায় প্রতিবছরের জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি মিলছে না।

তেঘরিয়া গ্রামের আরেক কৃষক নছির আলী জানান, আমার কেটে রাখা বোরো ধান বৃষ্টির কারনে বহন করে আনতে না পারায় ১৩ বিঘা ধানের শীষে গাছ বেরিয়ে গেছে। উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলাম জানান, এবার উপজেলায় মোট ৮ হাজার ৬৫৬ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হালতি বিলে ৫ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এবার সঠিক পরিচর্যায় বোরো ধানে রোগবালাই ছিল না এবং বাম্পার ফলন হওয়ার আশা ছিল। কিন্ত ভারী বর্ষণে নিচু জমিতে পানি জমে গেছে এতে ধান কাটতে কৃষকদের ব্যাপক সমস্যা হচ্ছে। তবে কৃষকদের যত দ্রুত সম্ভব পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার রেজা হাসান জানান, হালতি বিলে ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার পানি নিঙ্কাশনের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, হালতি বিলে ভারী বর্ষণে বোরো ধানের জমিতে পানি জমলেও খরা হলে দুএকদিনের মধ্যে সেই পানি নেমে যাবে। এতে হালতি বিলের ধানের তেমন কোন ক্ষতি হবে না বলে তিনি দাবী করেন।

 

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST