নিজস্ব প্রতিবেদক :
২০১৮ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৮৬ দশমিক ০৭ শতাংশ।গতবার পাশের হার ছিল ৯০.৭০ ভাগ। গত বছরের থেকে পাশের হার কমেছে ৪ দশমিক ৬৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছে মোট ১৯ হাজার ৪৯৮ জন। মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯৪ হাজার ৫৪৩ জন। রোববার দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনারুল হক প্রামানিক।
মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬৬ হাজার ৯৩৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে পাশ করে ১ লাখ ৫১ হাজার ৪০৬ জন।
২০১৬ সালে ১ লাখ ৫২ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছিলো এ লাখ ৪৫ হাজার ৫১৮ জন। পাশের হার ছিল ৯৫ দশমিক ৭০ ভাগ। গতবার জিপিএ-৫ পেয়েছিল মোট ১৭ হাজার ৩৪৯ জন। ২০১৬ সালে ছিল ১৭ হাজার ৫৯৪ জন।
এবার রাজশাহী বোর্ডের অধিনে মোট দুই হাজার ৬৩২টি স্কুল থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ২৩২টি কেন্দ্রের মাধ্যমে এ পরীক্ষা নেওয়া হয়। মাত্র ১৩ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। তবে গতবারের চেয়ে এবার শতভাগ স্কুলের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪২৯টি। গতবার এ সংখ্যা ছিল ৮০০টিতে।
খবর২৪ঘণ্টা/এমকে