খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: আইপিএল কেবলই বিনোদন নয়, নতুন প্রতিভা খুঁজে আনার এক অভিনব প্রয়াসও। সংখ্যাগুরু ক্রিকেট বিশেষজ্ঞদের মত এখন এটাই। আইপিএল থেকেই ভারতীয় ক্রিকেট যে অসংখ্য তরুণ প্রতিভা পেয়েছে তা নিয়ে প্রশ্ন তোলার সাহস করবেন না কেউই।
ছোট ফরম্যাটে ভারতের ক্রিকেটে ঋষভ পন্থ, নীতীশ রানা, পৃথ্বী শ, শুভমান গিল, মাভিদের মতো উঠতি ক্রিকেটারদের সুযোগ দিয়ে প্রশংসা কুড়িয়েছে আইপিএল। তবে প্রশ্নের মুখে পড়েছে আম্পায়ারিংয়ে।
ভারতীয় আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের কারণে মুখ পুড়েছে বিশ্বের সবথেকে জমকালো ক্রিকেট লিগের। ফ্রাঞ্চাইজিরা দাবি করেছে, ভুল আম্পায়ারিংয়ের কারণে পয়েন্ট হাতছাড়া হয়েছে তাদের। খাতায় কলমে ভুল স্বীকার না করলেও অনেকেই মেনেছেন, এবারের আইপিএলে আম্পায়ারিং অত্যন্ত নিম্নমানের।
তবে ভুল থেকে শিক্ষা নিয়ে আম্পায়ারিংকে উন্নত করার দাবি তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটারদের অনেকেই। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটারদের সঙ্গে আম্পায়ারদেরও প্রশিক্ষিত করার দাবিও উঠেছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
————————————- khobor24ghonta.com
এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ———————–
————————————————————————————————————
অফিস:২৩৮/তেরখাদিয়া স্টেডিয়াম সিটি বাইপাস রোড
রাজশাহী পোস্ট কোড-৬২০২ বাংলাদেশ মোবা:০১৭১১-৯৪৩৪৭১,০১৭৩৩-৭৯০৬৯০
ই-মেইল:[email protected]