1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রেকর্ডও করলেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

রেকর্ডও করলেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা

  • প্রকাশের সময় : শনিবার, ৫ মে, ২০১৮

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্কদলকে জিতিয়ে প্লে অফের দৌড়ে টিকিয়ে রাখলেন, পাশাপাশি রেকর্ডও করলেন মুম্বাইয়ের অধিনায়ক। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সমস্ত টি-টোয়েন্টি ফরম্যাটে তিনশোরও বেশি ছয়ের রেকর্ড করলেন রোহিত শর্মা।

হোলকার স্টেডিয়ামে কিংস ইলেভেনের বিরুদ্ধে খেলতে নেমে মুজিবুর রহমানের বলে ছক্কা হাঁকানোর পরই এই রেকর্ডের অধিকারী হন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার ওভার বাউন্ডারির সংখ্যা ৭৮। সেখানে আইপিএলে এই সংখ্যাটা এখনও পর্যন্ত ১৮৩। চ্যাম্পিয়ন্স লিগ, মুস্তাক আলি ট্রফিসহ অন্য কয়েকটি টুর্নামেন্টে মোট ৪০টি ওভারবাউন্ডারি রয়েছে।

পাঞ্জাবের বিরুদ্ধে ওভারবাউন্ডারি মারার পরই তার নামের পাশে সবচেয়ে বেশি ছয় হাঁকানোর রেকর্ডটি জ্বলজ্বল করে ওঠে।

এ বারের আইপিএলে বেশ ভালো ফর্মেই রয়েছেন রোহিত। যদিও তার দলের পারফরম্যান্স অন্যান্য বছরের তুলনায় খানিকটা ফ্যাকাশেই! এই সিজনে এখনও পর্যন্ত নয়টা ম্যাচে ২২০ রান করেছেন মুম্বাই অধিনায়ক। সর্বোচ্চ রান ৯৪।

প্রথম থেকে রোহিতের আইপিএলের গ্রাফটা একটু লক্ষ্য করলেই দেখা যায়, ছোট ফরম্যাটে বেশ সফল তিনি। শুরু থেকে এখনও পর্যন্ত ১৬৮টা আইপিএল ম্যাচ খেলেছেন তিনি। একটা সেঞ্চুরিসহ তার সংগৃহীত মোট রান ৪৪২৭।

প্রথম ভারতীয় হিসাবে এই ফরম্যাটে রেকর্ড করলেও, অনেকটাই পিছিয়ে রয়েছেন ক্রিস গেইল, পোলার্ডদের থেকে। শর্ট ফরম্যাটে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে ক্রিস গেইলের। তার ছয়ের সংখ্যা ৮৪৪। তার পরেই রয়েছেন পোলার্ড (৫২৫), ব্রেন্ডন ম্যাকলাম (৪৪৫), ডোয়েন স্মিথ (৩৬৭), শেন ওয়াটসন (৩৫৭), ডেভিড ওয়ার্নার (৩১৯)। আর রোহিতের সেই সংখ্যাটা হল ৩০১।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST