নিজস্ব প্রতিবেদক : নওগাঁ জেলায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় ডান পা হারানো মোটরসাইকেল আরোহী কিশোর নিলয়ের (১৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিলয় শহরের মাস্টারপাড়া এলাকার আফতাব মোল্লার ছেলে। তিনি নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
শুক্রবার (৪ মে) বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় নিলয়সহ তিন বন্ধু। শহরের বাইপাস ব্রিজ এলাকা থেকে সান্তাহার যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত ওই ভটভটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নিলয়ের ডান পা হাঁটু থেকে আলাদা হয়ে যায়।
স্থানীয়রা তখন তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত-ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/জন