খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: প্রথম লেগে ৫-২ গোলে জয় পেয়ে দ্বিতীয় লেগে রোমার মাঠে ৪-২ গোলের পরাজয়। তবুও দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের ব্যবধানে এগিয়ে থেকে ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুল। ইউরোপ সেরার লড়াইয়ে শিরোপার নিজেদের ঘরে তুলতে আগামী ২৬ মে ইউক্রেনের কিয়েভে মুখোমুখি হতে হবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
মৌসুমের শুরুতে রোমা থেকে মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে উড়িয়ে এনে বাজিমাত শুরু করে ইংলিশ ক্লাবটি। সেই ধারাবাহিকতা চলছে ইউরোপ সেরার লিগেও।
বুধবার রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে বার্সেলোনার বিপক্ষের কোয়ার্টার ফাইনাল ম্যাচের মতোই ঘুরে দাঁড়িয়েছিল ইতালিয়ান ক্লাবটি।
ফিরতি লেগে শুরু থেকেই নিজেদের নিয়ন্ত্রণে রাখে ম্যাচটি। এদিন ৬০ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে ইউসেবিও ডি ফ্রান্সেসকোর শিষ্যরা।
সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানের গোলে প্রথমার্ধের নবম মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা। ম্যাচের ১৫তম মিনিটে জেমস মিলনারের আত্মঘাতী গোলে সমতায় ফেরে রোমা (১-১)। লিভারপুলের হয়ে খেলা এই ইংলিশ লেফট ব্যাকের মাথায় লেগে জালে জড়ায় বল।
২৪ মিনিট পর লিভারপুলকে গোল ব্যবধানে এগিয়ে নেন জিয়ারজিনিও উইনালদাম (২-১)। হতাশ হয় পুরো অলিম্পিক স্টেডিয়াম। তবে থেমে থাকেনি রোমা। একের পর এক আক্রমণ চালাতে থাকে ইতালিয়ান জায়ান্টরা।
বিরতির পর পরই ছন্দ ফিরে পায় গিয়াল্লোরসিরা। ৫২তম মিনিটে বসনিয়ান ফরোয়ার্ড এডিন জেকোর গোলে সমতায় ফেরে স্বাগতিকেরা (২-২)।
৮৬তম মিনিটে ফের গোল। মিডফিল্ডার রাডজা নাইনগোলানের দুর্দান্ত শটে গোল ব্যবধানে এগিয়ে যায় রোমা (৩-২)।
যোগ হওয়া সময়ে (৯৪তম মিনিটে) পেনাল্টি থেকে ফের গোল করেন বেলজিয়ান এই তারকা। ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
দুর্দান্ত জয়ের পরও প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের খেলার অনেক কাছে এসেও স্বপ্নভঙ্গ হয় রোমার।
খবর২৪ঘণ্টা.কম/নজ