খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপির একটি প্রতিনিধি দলেরর সঙ্গে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় নির্বাচন কমিশনে ইসি’র সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের এ বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে এ প্রতিনিধি দলে থাকবেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও বরকত উল্লাহ বুলু।
বৈঠকে আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন, সংসদ নির্বাচনে সীমানা নির্ধারণ এবং অক্টোবরে নির্বাচনী তফসিল ঘোষণার বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ